‘সাজেদা চৌধুরীর মতো রাজনীতিক বর্তমান সময়ে বিরল’
১২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৭ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩১
ঢাকা: সৈয়দা সাজেদা চৌধুরীরর মতো রাজনীতিক বর্তমান সময়ে বিরল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো শোক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং পঁচাত্তরে ঘাতকের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সৈয়দা সাজেদা চৌধুরীর দৃঢ়তার কথা জাতি চিরকাল স্মরণ রাখবে।’
‘কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ছেড়েছেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ছাড়েননি’- রাজনৈতিক মতপার্থক্যের কারণে আওয়ামী লীগ ছেড়ে আসার পরও সাজেদা চৌধুরীর এ মন্তব্য স্মরণ করে বঙ্গবীর বলেন, ‘ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এমন রাজনীতিক বর্তমান সময়ে বিরল।’
সৈয়দা সাজেদা চৌধুরীর মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)।
সারাবাংলা/এজেড/এমও