Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৭

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: জেলায় ফেরদৌস নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

‌সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস শুভকরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, সকালে রাস্তার পাশে লাশটি দেখে স্থানীয় পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে অটোরিকশা চালক ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন। ছিনতাইয়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

 

সারাবাংলা/এনইউ

অটোরিকশা উদ্ধার চালক নারায়ণগঞ্জ লাশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর