Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রীর মামলায় ছাত্র অধিকার পরিষদের মামুনকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৫

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে এক মামলা থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত আদেশ দেন।

এদিন মামলার চার্জশুনানির জন্য ধার্য ছিল। জামিনে থাকা মামুন আদালতে হাজির হন। আসামিপক্ষে আইনজীবী শিশির মনির মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর নজরুল ইসলাম (শামীম) আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির বিরুদ্ধে চার্জগঠন করার উপাদান না থাকায় মামুনকে অব্যাহতির আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

২০২১ সালের ৮ জুন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান শুধু হাসান আল মামুনকে অভিযুক্ত করে এবং বাকি পাঁচ আসামির অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) ধারায় অভিযোগ আনা হয়।

সারাবাংলা/এআই/এমও

ছাত্র অধিকার পরিষদ ডিজিটাল নিরাপত্তা আইন ঢাবি ছাত্রীর মামলা মামুনকে অব্যাহতি