রাজধানীতে মোটরসাইকেল-রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১১:২৮
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষে গোলজার আলম (৫৫) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন।
রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মুমূর্ষু অবস্থায় গোলজার আলমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান শেখ জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে একটি দ্রুতগতির মোটরসাইকেল রিকশাটিকে সামনের দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে রিকশাচালক মাথায় গুরুতর আঘাত পান।
খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাতেই ঢামেকে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত (১৮) সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নেওয়া হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স নেই।
এদিকে গোলজারের চাচাতো ভাই বিপ্লব হোসেন জানান, তাদের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকশ্রীপুর গ্রামে। এক ছেলে ও এক মেয়ে সহ পরিবার গ্রামে থাকে। বাবার নাম আব্দুর রউফ। উত্তরা দিয়াবাড়ি এলাকায় থাকতেন গোলজার। রিকশাটি তার নিজের ছিল।
সারাবাংলা/এসএসআর/এনইউ