Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ কোটি টাকার জাল স্ট্যাম্প: দুইজনের জামিন চেম্বারে স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:১০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীতে ২০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে হাইকোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম জানান, হাইকোর্ট কয়েকদিন আগে এই মামলার আসামি নুরুল ইসলাম ও ইউসুফকে জামিন দিয়েছিন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আজ শুনানি শেষে আট সপ্তাহের জন্য হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

গত বছরের জুনে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

এ সময় জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানা থেকে ২০ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ১৩ লাখ ৪০ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্প, ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ১৯ হাজার ৪৮০টি জাল কোর্ট ফি এবং জাল রেভিনিউ স্ট্যাম্প বিক্রির তিন কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাংকের এক কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার ১৮টি চেকের পাতা, ১১৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ডাক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সিল ইত্যাদি উপকরণ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়।

মামলার বরাতে জানা যায়, এই চক্রটি ২০১৭ সাল থেকে কম্পিউটার ও কালার প্রিন্টার ব্যবহার করে জাল স্ট্যাম্প তৈরি করে বিক্রি করে আসছিল। তবে ২০১৯ সালে মাতুয়াইলে একটি গোপন ছাপাখানা বসিয়ে বড় পরিসরে জাল স্ট্যাম্প তৈরি শুরু করে। তিন ধাপে এসব স্ট্যাম্প দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে বিক্রি করতো ওই চক্রটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

জাল স্ট্যাম্প হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর