Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৮

ফাইল ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ঢাকা: প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসস্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কাজ বাড়ানো আবশ্যক। হাতে নেওয়া প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তাবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১১ সেপ্টেম্বর) সিলেট ১০ নম্বর (অনুসন্ধান কূপ) কূপের খনন কাজের চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

নসরুল হামিদ বলেন, ‘ওয়াকওভার বা অনুসন্ধান কূপ হতে যে পরিমাণ গ্যাসই আসুক তা জাতীয় উন্নয়নে অপরিসীম অবদান রাখবে।’

গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের জন্য টার্ন-কি ভিত্তিতে ভূমি উন্নয়ন ও পূর্ত নির্মাণ কাজ, খনন মালামাল সরবরাহ, তৃতীয়পক্ষীয় প্রকৌশল সেবা ও কূপ খননের যাবতীয় কার্যাবলী সম্পাদনের জন্য চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে চুক্তি সই হয়। এতে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

অনুসন্ধান গ্যাস উত্তোলন নসরুল হামিদ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর