Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিউব চ্যানেল খুলে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে সরকার: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৪

রুহুল কবির রিজভী, ফাইল ছবি

ঢাকা: ইউটিউব চ্যানেল খুলে বিএনপির বিরুদ্ধে সরকার কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘নিপীড়ক শেখ হাসিনার সরকার ইউটিউবে নানা চ্যানেল খুলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিসহ দলের সিনিয়র নেতাদের নামে প্রতিনিয়ত কুৎসা রটাচ্ছে। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কণ্ঠ নকল করে বিভিন্ন ধরনের বানোয়াট ফোনালাপ, কিসসা-কাহিনী বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনারা আগেই জেনেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের জন্য সরকার ৫ লাখ অনলাইন এক্টিভিস্ট নিয়োগ দিয়েছে। তারা সবসময় বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডায় লিপ্ত রয়েছে। আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা, কাল্পনিক গল্প বানিয়ে কাটপিস তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বিদেশিদের সহায়তায় টিকে থাকা সরকার জনবিচ্ছিন্ন হয়ে বেপরোয়া হয়ে উঠেছে। এখন তারা শত শত কোটি টাকা খরচ করে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে লাগামহীন মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এই মিথ্যচার করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারণ সরকারের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ।’

দেশের মানুষ দু’বেলা পেট ভরে খেতে পাচ্ছে না দাবি করে রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার সকল ব্যয় বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন আর চলছেই না। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা প্রকল্প ও কুইকরেন্টালের নামে লুটপাটের ভর্তুকি এখন সাধারণ মানুষের ঘাড়ে পড়েছে। তেল-গ্যাস-বিদ্যুৎ সংকটে কৃষিসহ মানুষের স্বাভাবিক জৗবন-যাপন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমানে মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, ন্যায়বিচার পাওয়ার অধিকার নেই। সত্য কথা বললেই মিথ্যা মামলা ও নির্যাতনের খড়গ নামে।’

বিজ্ঞাপন

সারাদেশে আবারও বিএনপিসহ বিরোধী দলের নেতাকমীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের হিড়িক চলছে বলেও অভিযোগ করেন রিজভী। ‘এ অবস্থায় মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরাতেই বিএনপির শীর্ষ নেতাদের নামে বিভিন্ন অপপ্রচারে মেতে উঠেছে সরকার’—বলেন তিনি।

সারাবাংলা/এজেড/আইই

টপ নিউজ রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর