Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে সহস্রাধিক হকার উচ্ছেদ, ৭০ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭

ঢাকা: সম্প্রতি ঢাকার বিভিন্ন সড়ককে বিভিন্ন রং দিয়ে চিহ্নিত করার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএসসিসি। এর মধ্যে লাল দাগ চিহ্নিত রেড জোন বা অতি গুরুত্বপূর্ণ সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় নগর পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত গুলিস্তানে ‘রেড জোনে’ সহস্রাধিক হকার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় ৯ ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১১ সেপ্টেম্বর) রাস্তা এবং ফুটপাতের ওপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও হকার উচ্ছেদের মাধ্যমে জনসাধারণের হাঁটার পথ দখলমুক্ত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট (নুর হোসেন চত্বর) হতে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে আহাদ পুলিশ বক্স পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি।

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ নম্বর উপধারায় এই জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, ‘পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরুর পর হতে মেয়র হানিফ ফ্লাইওভারে দিয়ে যান চলাচলের পরিমাণ বেড়েছে। তাই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যান চলাচল ও সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণের চলাফেরা নির্বিঘ্ন করতে মেয়র মহোদয়ের নির্দেশনার আলোকে গুলিস্তান জিরো পয়েন্ট হতে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স এবং বঙ্গভবন ও মেয়র হানিফ ফ্লাইওভারগামী ও ফ্লাইওভার হতে গুলিস্তান চত্ত্বর এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এই রেড জোন হতে সকল প্রকার হকার এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে আজ অভিযান পরিচালনা করা হয়।’

সম্পত্তি কর্মকর্তা মুনিরুজ্জামান আরও বলেন, ‘গত তিনদিন এখানে টানা মাইকিং করা হয়েছে। আমরা এখানে কোনো হকার বসতে এবং কাউকে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করতে দেব না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানকালে করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাস্তা ও পায়ে হাঁটা পথসমূহকে লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করার লক্ষ্যে এর আগে আজ সকালে করপোরেশনের সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ডিএসসিসি প্রণীত মহাপরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে রাস্তা ও হাঁটার পথ যানবাহন ও জনচলাচলের জন্য নির্বিঘ্ন রাখার লক্ষ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও ব্যবস্থাপনা করবে।

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ ডিএসসিসি হকার উচ্ছেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর