Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খামারের ভেতর ‘খামারির’ খুন হওয়া লাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪২

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কৃষি খামারির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হাছনাবাদ গ্রামের আজলাপাড়া এলাকা থেকে ওই খামারির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. ইউসুফের (৪০) বাড়িও হাছনাবাদ গ্রামে। নিজ বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে তিনি মাছ ও মুরগির খামার গড়ে তুলেছিলেন বলে জানিয়েছেন ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী।

ওসি ফারুকী সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ি থেকে বেরিয়ে খামারে গিয়েছিলেন ইউসুফ। রাতে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে আজ (রোববার) সকালে খামারেই তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শরীরে ধারাল অস্ত্রের আঘাতে বিভিন্ন ধরনের জখমের চিহ্ন আছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর