Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৯

রংপুর: রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকসহ ৩ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিপুর বাছুরবান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নীলফামারী আধুনিক সদর হাসপাতাল থেকে একটি নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সটি রংপুর মেডিকেলে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সের সঙ্গে ভাই ভাই পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সের চালকসহ ৭ জন আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন বয়সী নবজাতক, অ্যাম্বুলেন্সের চালক বরাত এবং রফিকুল ইসলাম নামে তিনজন মারা যান। বাকি ৪ জনের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ বাস-অ্যাম্বুলেন্স রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর