Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২২ ১০:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৮

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে। সে তেজগাঁও গর্ভমেন্ট সায়েন্স হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহত আলী হোসেন বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। এক বোন ও এক ভাইয়ের মধ্যে আলী হোসেন ছিল বড়। তেজগাঁও গর্ভমেন্ট হাই স্কুলের দশম শ্রেণিতে পড়তে সে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সাথে থাকতো।

মৃত আলী হোসেনের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮টার দিকে খবর পাই আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই ছেলেটি। এক রিকশা চালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমও

টপ নিউজ তেজগাঁও সড়ক দুর্ঘটনা স্কুল ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর