উত্তপ্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৪
১০ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৪
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জরুরি মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিংয়ে বলা হয়েছে, আগামী রোববার ও সোমবার সব সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তী সময়ে রিশিডিউল করে নেওয়া হবে।
এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, কুবির নজরুল হল ও বঙ্গবন্ধু হলের দুই পক্ষের শুক্রবার ও শনিবার দুইদিনের সংঘর্ষে আহত হন অন্তত ৪০ জন শিক্ষার্থী। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জরুরি মিটিং আহ্বান করে।
সারাবাংলা/একে