রাজধানীর ১৬টি স্পটে সমাবেশ করবে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২১
ঢাকা: জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে দলের তিন কর্মী নিহত হওয়ার ঘটনায় রাজধানীতে ১৬টি স্পটে সমাবেশ করবে বিএনপি।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টন সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে এক ঘণ্টা মৌন অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্দোলন আমাদের থেমে নেই। গত মাস থেকে যে আন্দোলন শুরু করেছি, সেই আন্দোলন চলছে। আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। ঢাকা মহানগরীর ১৬ স্পটে বা জোনে এই প্রতিবাদ সমাবেশ আমরা করব, যা শুরু হয়েছে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে।’
‘২৭ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন জোনে এই সমাবেশের কর্মসূচি হবে। এরপর আরও বৃহত্তর কর্মসূচি সারা দেশজুড়ে আমরা দেব। আসুন, আমরা এই কর্মসূচিতে শরিক হই’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টন ছাড়া অন্য সমাবেশগুলো হচ্ছে- ১১ সেপ্টেম্বর উত্তরা পূর্ব জোন, ১২ সেপ্টেম্বর সেগুন বাগিচায়, ১৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম জোন, ১৫ সেপ্টেম্বর পল্লবী জোন, ১৬ সেপ্টেম্বর সূত্রাপুর, ১৮ সেপ্টেম্বর শ্যামপুর-কদমতলী জোন, ১৯ সেপ্টেম্বর গুলশান জোন, ২০ সেপ্টেম্বর বাসাবো বালুর মাঠ, ২১ সেপ্টেম্বর মিরপুর জোন, ২২ সেপ্টেম্বর যাত্রবাড়ী-ডেমরা, ২৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর জোন, ২৪ সেপ্টেম্বর লালবাগ-চকবাজার-কামরাঙ্গীরচর জোন, ২৫ সেপ্টেম্বর বাড্ডা জোন, ২৬ সেপ্টেম্বর কলাবাগান এবং ২৭ সেপ্টেম্বর তেঁজগাঁও জোনে।
সারাবাংলা/এজেড/পিটিএম