Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:৫২

ঢাকা: একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে প্রখর রোদ। আবহাওয়ার এই দ্বিমুখী রূপ এখন সচরাচরই দেখা যায়। আবহাওয়া অধিদফতারের তথ্যানুযায়ী বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যে কারণে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেতও দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সারাদেশের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে। তারই প্রভাব পড়ছে আবহাওয়ায়। যে কারণে বাংলাদেশের ঋতুচক্রে পরিবর্তন আসছে। বর্ষার পরিমাণ কমে গিয়ে বাড়ছে তাপমাত্রা।

বিজ্ঞাপন

শনিবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে সেটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে এটি ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। যে কারনে দেশের সকল সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেটের শ্রীমঙ্গলে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু তাপমাত্রার পারদ অনেক বেশি। এদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, দেশের আট জেলা ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নেত্রকোনা, শ্রীমঙ্গল ও সিলেট জেলাসমুহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু স্থানে কমতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, কুমিল্লা, চাঁদপুর, মাইজদিকোর্ট, ফরিদপুর, মাদারীপুর, বদলগাছি, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গোপালগঞ্জ, নিকলীর তাপমাত্রার পারদ উঠেছে ৩৫ ডিগ্রির ওপরে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. ছানাউল হক মন্ডল জানান, এবার স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত অনেক কম হয়েছে। যে কারণে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘সারাবিশ্বেই আবহাওয়ার গতিবিধি পরিবর্তন হয়েছে। যেমন- কোনো কোনো দেশে বন্যা হচ্ছে। কোথাও দিনের পর দিন তাপদাহ, আবার আমাদের দেশেই দেখেন বর্ষায় বৃষ্টির পরিমাণ কমে গেছে। সার্বিকভাবে বৈশ্বিক উষ্ণায়নের একটা প্রভাব তো পড়ছেই।’

সারাবাংলা/জেআর/পিটিএম

জলবায়ু পরিবর্তন টপ নিউজ তাপপ্রবাহ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর