বিয়ানীবাজার গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ পুনঃখননের কাজ শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:০২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০
১০ সেপ্টেম্বর ২০২২ ১৩:০২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:১০
সিলেট: বিয়ানীবাজার গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের জন্য পুনঃখননের কাজ শুরু করেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুনঃখনন কাজের উদ্বোধন করেন সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
এ কূপ থেকে প্রতিদিন ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ১৯৯৯ সালে বিয়ানীবাজার গ্যাসফিল্ড থেকে প্রথমবারের মতো গ্যাস উত্তোলন শুরু হয়েছিল।
সারাবাংলা/এমও