Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ০৯:১২

প্রতীকী ছবি

বগুড়া: জেলা শহরের চক কানপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় চককান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম চককানপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, মেডিকেল কলেজ এলাকায় জহুরুলের মতো অনেকেই অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজে নিয়োজিত। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাড়া ঠিক করা নিয়ে জহুরুলের সঙ্গে অন্যদের বিরোধ হয়। এ নিয়ে একটি অ্যম্বুলেন্সের লাইট ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে মেডিকেল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জহুরুল। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পিছনে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় বাড়িতে গেলে পরিবারের লোকজন জহুরুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে এসআই রাজু কামাল বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছেন। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

সারাবাংলা/এনএস

ছুরিকাঘাতে নিহত টপ নিউজ বগুড়া

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর