Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর সমাধিতে বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২২ ০০:০১

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান সভাপতি কর কমিশনার মো. ইকবাল হোসেন এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজজামানসহ সংগঠনটির সদস্যরা।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে জাতির পিতা ও তার পরিবারের শাহাদাৎবরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সংগঠনের সংগঠনের নেতারা বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ায় বিসিএস কর ক্যাডারের কর্মকর্তারা সর্বদা অবদান রেখে চলেছেন। করোনাকলেও কর আহরণ অব্যাহত রেখে দেশের রাজস্ব সংগ্রহ স্থিতিশীল রাখতে কর ক্যাডার কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য ।

সারাবাংলা/এসজে/পিটিএম

ট্যাকসেশন অ্যাসোসিয়েশন বঙ্গবন্ধুর সমাধি শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর