Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্র বিকাশ-রক্ষণাবেক্ষণে এলিজাবেথের ভূমিকা ছিল অনস্বীকার্য’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৯

ঢাকা: বৃটেনসহ সারা বিশ্বে গণতন্ত্র বিকাশ ও রক্ষণাবেক্ষণে রানি দ্বিতীয় এলিজাবেথ অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা গভীরভাবে শোকহত। আমরা মনে করি যে, তিনি একজন কিংবদন্তির রানি ছিলেন। রয়্যাল প্রশাসক হিসেবে ছিলেন বৃটেনে। তার দীর্ঘ কালের একটা ঐতিহ্য আজ চলে গেল। প্রায় ৭০ বছরের তার রাজত্ব চলে গেল।’

রানির শাসনামলে গণতন্ত্র সুরক্ষায় তার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রানি এলিজাবেথের এই দীর্ঘ রাজত্বের মধ্যে আমরা দেখেছি বৃটেনে গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা। তার ছায়াও রাজনৈতিক-গণতান্ত্রিক বিশ্ব পরিমণ্ডল ছড়িয়ে পড়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। এই মৃত্যুর মধ্য দিয়ে তার ৭০ বছরের অধ্যায়ের যবনিকাপাত ঘটল।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ মির্জা ফখরুল রানি দ্বিতীয় এলিজাবেথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর