Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূর লাশ উদ্ধার, আত্মহত্যা বলে ধামাচাপার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১৩:২৬

প্রতীকী ছবি

মেহেরপুর: গাংনীর বাজার পাড়া থেকে গৃহবধূ নিশাত তাসনীম উর্মীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাংনী থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে।

উর্মীর বাবার অভিযোগ, তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গৃহবধূ নিশাত তাসনীম উর্মী গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের মালিক হাসেম শাহের ছেলে আশফাকুজ্জামান প্রিন্সের স্ত্রী।

উর্মীর বাবা গোলাম কিবরিয়া জানান, উর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়া হচ্ছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ লাশ থানা হেফাজতে নেয়।

লাশ উদ্ধারকারী গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শাহীন জানান, সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেওয়ার পর একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

আত্মহত্যা গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স ময়নাতদন্ত প্রতিবেদন লাশ উদ্ধার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর