Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১২:২১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ ১২:৪৭

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে যাত্রাবাড়ী ভাঙাপ্রেস এলাকায় নীরব (৩৪) এবং শাহবাগের আব্দুল গনি রোডে ৩৫ বছরের অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীতে ও সকাল ৭টার দিকে গনি রোডে এই দু’টি দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙাপ্রেস রাস্তায় অজ্ঞাত কোনো যানবাহন ধাক্কায় আহত হয় নীরব। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত নীরবের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। বর্তমানে তিনি কাজলা উত্তরপাড়ায় থাকতেন। তার বাবার নাম মফিজুল ইসলাম বলে জানা গেছে।

এদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত জানান, শুক্রবার সকাল ৭টার দিকে আব্দুল গনি রোডের ক্রসিংয়ে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন সেখানে মারা যান তিনি।

ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই আরাফাত।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর