Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ডকাপ পরিয়ে ৫০ ভরি সোনার অলংকার ও ২ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৬

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ পরিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও ৫০ ভরি ওজনের সোনার অলংকার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর পালকে (৪০) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন একজন অটোরিকশা চালক।

প্রবীর পাল মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জেলা শহরের মালপাড়া এলাকার স্বর্গীয় যুগেশ পালের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব জানান, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চড়ডুমুরিয়া বাজারে তৃষা জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে প্রবীর পালের।

মোটরসাইকেল চালিয়ে তিনি শহরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথের মধ্যে চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে বেইলি ব্রিজের কাছে সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশের সদস্য বেশে ৫ জন তার পথরোধ করেন।

এ সময় স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে তার সঙ্গে থাকা ব্যাগভর্তি সমুদয় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।

সারাবাংলা/একে

ছিনতাই টপ নিউজ স্বর্ণ ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর