প্রাণ ফিরেছে চা বাগানে
৯ সেপ্টেম্বর ২০২২ ০৯:০৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:১২
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেওয়ায় কাজে ফিরেছেন চা শ্রমিকরা। এর মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছে দেশের চা বাগানগুলো।
ফটিকছড়ি বারমাসিয়া চা বাগানের শ্রমিক সীতা আঁকুরা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। তিনি উদ্যোগ না নিলে আন্দোলন শেষ হতো না। তার কারণে আমরা ফের কাজে ফিরতে পেরেছি। আমাদের মা আবার কাজে ফেরার ব্যবস্থা করেছেন। ১৭০ টাকায় আমরা এখন মোটামুটি ভালো খেতে পারব।’
গত ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান শ্রমিকরা। কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও এ সমস্যার সমাধান হয়নি। মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে থাকা শ্রমিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করতে থাকেন। অবশেষে তাদের মজুরি ১৭০ টাকা করা হলে কাজে ফেরেন তারা।
চট্টগ্রামের ফটিকছড়ি বারমাসিয়া চা বাগান থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার স্টাফ ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
সারাবাংলা/পিটিএম