Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠান সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

লোকাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ২২:১১

ঢাকা (কেরানীগঞ্জ): কেরানীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের অভিযানে অবৈধভাবে বিভিন্ন পণ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠান সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে কাপড় পরিষ্কার করার বিভিন্ন পাউডার, দাঁত পরিষ্কার করার পেস্ট তৈরি করার অপরাধে আল মাসাদি এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং সামিয়া কনজ্যুমারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ভোক্তা অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ওই দুটি প্রতিষ্ঠানের কোনো অনুমতি ছিল না। তারা অবৈধভাবে পণ্য সামগ্রী উৎপাদন করে বিভিন্ন স্বনামধন্য কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করত।’

সারাবাংলা/একে

জরিমানা পণ্য উৎপাদন ভোক্তা অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর