Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সন্ত্রাসীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৩ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি

ঢাকা: আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ময়মনসিংহের হালুয়াঘাট, রংপুরের গঙ্গাচড়া, পিরোজপুরের নাজিরপু, যশোরের ঝিকরগাছা এবং বরগুনার পাথরঘাটা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান সরকার বিরোধীদলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েম করতেই বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকারদলীয় সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, ভাংচুর, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার এবং বিএনপির সভা-সমাবেশ পণ্ড অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘গণধিকৃত আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় সন্ত্রাসীদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ যেন না ওঠে, সেজন্য বিরোধীদলের অস্তিত্ব বিলীন করার কর্মযজ্ঞে মেতে উঠেছে তারা। সেজন্যই তারা দেশব্যাপী বিএনপি এবং বিরোধীদলগুলোর সভা-সমাবেশসহ বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির ওপর বেপরোয়া হামলা শুরু করেছে।‘

‘এরই অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি নেতাকর্মীদের ওপর এবং বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরগুনা জেলা শাখার আহবায়ক মিল্টন গয়ালীকে গুরুতর আহত করেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি’র কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়ে ৫০ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত এবং ১০/১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পিরোজপুরের নাজিরপুরে বিএনপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে নাজিরপুর শহিদ জিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান দুলালসহ অনেক নেতাকর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করেছে। যশোরের ঝিকরগাছায় আওয়ামী সন্ত্রাসীরা নাভারন ইউনিয়ন যুবদল নেতা তরিকুল ইসলাম, মাগুরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক টুটুল হোসেন, মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক সৌরভ হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা আবু মুসা, জামাল গাজী, বাবলু ডাক্তার, মুকুল হোসেন এবং সোহেল রানাকে গুরুতর আহত করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, গ্রেফতার ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় এটি সুস্পষ্ট যে, অবৈধ আওয়ামী সরকার জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের কোনো দাবি বা অধিকারকে তারা গ্রাহ্য করে না। সরকার তাদের কৃতকর্মের জন্য পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিগুলো নির্দয়ভাবে দমন করছে।’

‘তবে শত বাধা ও জুলুম-নির্যাতন চালিয়েও বর্তমান সরকার জনবিস্ফোরণ ঠেকাতে পারবে না, ন্যায়সঙ্গত আন্দোলনকে দমাতে পারবে না’- বলেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর