ইউক্রেন ও মিত্রদের ২৭০ কোটি ডলারের অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের
৮ সেপ্টেম্বর ২০২২ ২০:১৭
ঢাকা: ইউক্রেন ও অন্যান্য মিত্রদের জন্য ২৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। এর মধ্যে ৬৫ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে।
জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তথ্য জানিয়েছেন। তিনি জানান, অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় হাউইটজার, হুমভি যান, সাঁজোয়া অ্যাম্বুলেন্স, অ্যান্টি-ট্যাঙ্ক সিস্টেম এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দেওয়া হবে।
উল্লেখ্য যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে এ পর্যন্ত ১৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবারের অস্ত্র সহায়তা প্যাকেজেও মূলত ইউক্রেন-রাশিয়া সংঘাত মাথায় রেখেই যুদ্ধাস্ত্রের ধরন নির্ধারণ করা হয়েছে।
এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে বৃহস্পতিবার কিয়েভে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কিয়েভে ব্লিনকেন এক ঘোষণায় ইউক্রেন ও ইউরোপের অন্যান্য মার্কিন মিত্রদের জন্য এ সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেন।
সারাবাংলা/আইই