Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।

বৃহস্প‌তিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা ক‌মি‌টির মা‌সিক সভা ও উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসন্ন দুর্গাপূজায় প্রতি‌টি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জা‌নি‌য়ে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘নিরাপত্তার স্বা‌র্থে প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হ‌বে। যেসব পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নেই দ্রুত সময়ের মধ্যে সে সব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা উচিত।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আইভী ফেরদৌসি, কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম র‌ফিকসহ অনেকে।

অপর‌দি‌কে, বৃহস্প‌তিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ প্রাঙ্গ‌নে উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে অসহায় দুঃস্থ এ‌ক প‌রিবা‌রের মা‌ঝে এক‌টি রিকশা, নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ ক‌রেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

উন্নয়নমূলক কাজ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর