Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিস্তল-ইয়াবা-জাল টাকাসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:১১

বরিশাল: বিদেশি পিস্তল, জাল টাকা ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি মো. মেহেদী হাসান শৈশব মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে বাকেরগঞ্জ উপজেলায় পিয়ারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, উপজেলার পিয়ারপুর বাজারের কুদ্দুস মিয়ার বাড়িতে র‌্যাবের অভিযান চালানো হয়। এসময় পালিয়ে যাওয়ার সময় মো. মেহেদী হাসান শৈশব মিয়া নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরের ভেতর থাকা কাঠের শোকেসের নিচ থেকে প্রথমে একটি ৭.৬৫ বিদেশি (ইউএসএ) পিস্তল উদ্ধার করা হয়। এরপর তার কাছ থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮১ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক মো. মেহেদী হাসান মো. কুদ্দুস মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগে বাকেরগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে।

অভিযান শেষে র‌্যাব-৮ এর ডিএডি সুমন বিশ্বাস বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অস্ত্র, জাল টাকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছেন।

সারাবাংলা/এমও

ইয়াবা জাল টাকা পিস্তল যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর