বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ৩ দিন পিছিয়ে ৭ মে
২৫ এপ্রিল ২০১৮ ১৪:২১ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৮ ১৪:২৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের সময় তিন দিন পিছিয়ে আগামী ৭ মে নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) সকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট : সম্ভাবনার মহাকাশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমাদের কাছে যতটুকু তথ্য আছে, ৪ মে উৎক্ষেপণের যে তারিখ নির্ধারিত রয়েছে, তা ঠিক থাকছে না। সম্ভাব্য তারিখ হচ্ছে আগামী ৭ মে।
ওই অনুষ্ঠানে মোস্তফা জব্বার আরও জানান, বুধবার বিটিআরসি চেয়ারম্যান শাহাজান মাহমুদকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার কারনে যথাসময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না বলে যুক্তরাষ্ট্রে স্যাটেলাইটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন।
সারাবাংলা/এসও/এমএইচ