মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৫১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১২:১৮
মেহেরপুর: গাংনীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ খাইরুন (৪০) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আসিফ (২১)।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। গৃহবধু খাইরুন ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতবেগে গাংনীতে আসার সময় সজোরে ধাক্কা দেয়। দু’জনই রাস্তার উপর ছিটকে পড়েন।
স্থানীয়রা দু’জনকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ খাইরুনকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এমও