আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু
লোকাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬
৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৬
ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া): ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সৃজন মোল্লা (২৪) নামে এক ওয়ার্কশপের শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধাতুরপহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এমরান মোল্লা নামে (২৩) আরও এক যুবক আহত হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। নিহত ও আহতরা সম্পর্কে চাচাতো ভাই। সৃজন ধাতুরপহেলা গ্রামের বাহার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, ধাতুরপহেলা এলাকার ওয়ার্কশপে ওই দু’জন কাজ করছিলো। এর মধ্যে এমরান হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে সৃজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সজীব দেবনাথ বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনরা নিহতের মরদেহ নিয়ে গেছে।
সারাবাংলা/এমও