Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাডি ট্যুরে গিয়ে ছাদ থেকে পড়ে কাশ্মীরি শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২২ ০০:০০

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিক্ষার্থী খুশবু মঞ্জুর (১৯) জেলার শাহজাদপুর উপজেলায় স্টাডি ট্যুরে গিয়ে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহন হন। এর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, মঙ্গলবার সকালে শাহজাদপুরে স্টাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনায় পড়ে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

নিহত খুশবু মঞ্জুর কাম্মীরের বাসিন্দা আহম্মেদ তারাইয়ের মেয়ে। তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবুসহ ৪৩ জন শিক্ষার্থী ও সাত জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। দুপুরে খাবার শেষে খুশবু চার তলা ভবনের ছাদে উঠে। কিন্তু এক পর্যায়ে সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীর ছাদ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। ওই দিনই বিকেলে তাকে মেডিকেলে আনা হয়। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে। নিহতের পরিবারের সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বলে জানান ওসি।।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

মৃত্যু মেডিকেল শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর