Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আলোর মঞ্চ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৯

ঢাকা: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আলোর মঞ্চ’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের শহিদ শফিউর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পদ্মা সেতু নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোর মঞ্চের সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলালের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ ও মমতাজ উদ্দিন মেহেদীসহ আইনজীবী নেতারা বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গানও পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কয়েকজন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েকশ মানুষ অংশ নেয়।

আলোর মঞ্চ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য একটি অসাম্প্রদায়িক, সভ্য এবং উন্নত বাংলাদেশ এবং একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। একইসঙ্গে গণতন্ত্র, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সংরক্ষণেও কাজ করে থাকে এই সংগঠনটি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আলোর মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর