Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে রাবার পণ্যমেলা শুরু, অংশ নিয়েছে গাজী টায়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৭ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ১১:২৮

চট্টগ্রাম ব্যুরো: দেশে প্রথমবারের মতো প্রাকৃতিক রাবার ও রাবারভিত্তিক শিল্পপণ্য মেলা শুরু হয়েছে চট্টগ্রামে। মেলায় অংশ নিয়েছে গাজী রাবার প্রসেসিং প্ল্যান্টসহ এ খাতের ১৫টি প্রতিষ্ঠান। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই ও গাজী টায়ারের পরিচালক গাজী গোলাম আশরিয়া উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘সরকারের পৃষ্ঠপোষকতায় রাবার ও রাবারভিত্তিক শিল্প এগিয়ে যাচ্ছে। জাতীয় অর্থনীতিতে রাবার শিল্পের অবদান উত্তরোত্তর বাড়ছে। দেশে উৎপাদিত উন্নত মানের রাবার অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি হচ্ছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন প্রায় ৪০ হাজার একর জমিতে ১৮টি রাবার বাগান সৃজন করেছে।’

তিনি বলেন, ‘বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে পার্বত্য চট্টগ্রামে সরকারি ৩৩ হাজার একর জমি রাবার চাষের জন্য ইজারা দেওয়া হয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটিসহ দেশের ১২টি জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৩ হাজার ২০০ একর জমিতে রাবার চাষের উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে রাবার বোর্ড। রাবার চাষের সঙ্গে সংশ্লিষ্টদের এ খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

মন্ত্রী শাহাব উদ্দিন সিনথেটিক রাবার আমদানি না করে দেশীয় প্রাকৃতিক রাবার ব্যবহারের জন্য রাবারভিত্তিক শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে কার্বন শোষণের পরিমাণ বাড়বে এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাস করার ক্ষেত্রে বাংলাদেশ অবদান রাখতে সক্ষম হবে। ফলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গ্লোবাল কার্বন ট্রেডিং এবং এনভাইরন্টাল ফান্ড থেকে সহায়তা নেওয়া সম্ভব হবে।’

বিজ্ঞাপন

রাবার শিল্পের উদ্যোক্তা এফবিসিসিআই পরিচালক গাজী গোলাম আশরিয়া এ খাতে সরকারি সহায়তার ওপর জোর দিয়ে বলেন, ‘বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে টিকে থাকতে হলে উন্নত মানের রাবারের গাছ সরবরাহ করতে হবে। তাহলে উৎপাদনের পরিমাণ বাড়বে। এক্ষেত্রে সরকারের প্রত্যক্ষভাবে নীতি সহায়তা ও বাস্তবায়ন খুবই জরুরি। এই শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বেসরকারি মালিকদের জন্য রাবার চাষ আরো সহজলভ্য করতে হবে। রাষ্ট্রীয়ভাবে উন্নত জাতের ক্লোন সরবরাহ করতে হবে। তাহলে রাবারের উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। তাহলে রাবার শিল্প এগিয়ে যাবে। উদ্যোক্তারা আগ্রহী হবে।’

বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার।

উল্লেখ্য, দেশে প্রায় ১ লাখ ৪০ হাজার একর জমিতে রাবার চাষ হয়। সরকারি ১৮টিসহ বাগান আছে চার হাজারের মতো। এসব বাগান থেকে প্রতি বছর উৎপাদন হয় ৬৭ হাজার মেট্রিক টন প্রাকৃতিক রাবার।

সারাবাংলা/আরডি/পিটিএম

গাজী গোলাম আশরিয়া গাজী টায়ার চট্টগ্রাম রাবার পণ্য মেলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর