‘রওশন এরশাদের দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই’
৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪২
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বেগম রওশন এরশাদ জাতীয় পার্টি প্রধান পৃষ্ঠপোষক। সে হিসেবে আমাদের তিনি পরামর্শ দিতে পারেন। কিন্তু তা বাস্তবায়ন করা বা না করা জাতীয় পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। কোন সিদ্ধান্ত নেওয়া বা বাস্তবায়নের ব্যাপারে তার কোনো ক্ষমতা নেই।
বুধবার (৭ সেপ্টেম্বর) বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘বেগম রওশান এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে কেউ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। যেমন নির্বাচন কমিশন কোন এজেন্ডা বাস্তবায়ন করতে বেশ মাতামাতি শুরু করছে।’
‘জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা বেগম রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শীর্ষ পর্যায়ের নেতাদের মনে হয়েছে, তিনি কারও কথায় বা চাপে কাউন্সিল ঘোষণা করতে বাধ্য হয়েছে। বেগম রওশন এরশাদ আমাদের অত্যান্ত শ্রদ্ধাভাজন। আমার অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদে তিনি বারবার ফোন করে খোঁজ খবর নিয়েছেন। তিনি বারবার বলেছেন, আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হতে চাই না। তিনি বারবার সন্তোষ প্রকাশ করে বলেছেন, জাতীয় পার্টি এখন ভালোভাবে চলছে। অসুস্থতার সুযোগ নিয়ে বাইরের কিছু মানুষ হয়তো বেগম রওশন এরশাদকে অপব্যবহার করতে অপচেষ্টা চালাচ্ছে’, বলেও যোগ করেন তিনি।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আবার অসুস্থতার কারণে দীর্ঘ প্রায় এক বছর বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি অবদান রাখতে পারছেন না। তাই পার্টির সংসদীয় দল জাতীয় পার্টির ঐক্য রক্ষা ও পার্টিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে বেগম রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা না রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন। গেলো এক বছরে জাতীয় পার্টির সংসদীয় দল অসুস্থ বিরোধীদলীয় নেতার কর্মকাণ্ড নিয়ে ভাবেনি। এখন জাতীয় পার্টির স্বার্থেই বিরোধীদলীয় নেতার পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টির সংসদীয় দল তাদের সিদ্ধান্ত লিখিতভাবে জাতীয় সংসদের স্পিকারকে জানিয়েছেন। এখন বিধি অনুযায়ী স্পিকার সিদ্ধান্ত গ্রহণ করবেন।’
নির্বাচনী জোট গঠন বিষয়ক এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের পূর্ব মুহূর্তে দলীয় ফোরামে আলোচনা করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তখনকার বাস্তবতা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা বিবেচনা করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। তবে এখন আমরা তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দলকে আরও শক্তিশালী করতে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছি।’
সারাবাংলা/এএইচএইচ/এমও