নাটোরের লালপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৮
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৮
নাটোর: লালপুরে পানিতে ডুবে মাহিন হোসেন ও শিমলা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার উপজেলার জুকাদহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
চার বছর বয়সী নিহত মাহিন একই গ্রামের লিখন আলীর ছেলে এবং শিমলা খাতুন শিপন শেখের মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু জানান, লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামের ২ শিশু মাহিন ও শিমলা বাড়ির পাশে খেলা করতে করতে বেলা ১২টার দিকে নিখোঁজ হয়। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই বোন। অনেক খোঁজাখুঁজির পর দুপুর দুইটার দিকে পাশের ইটভাটার পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এমও