Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সংঘর্ষ: বিএনপির ২২ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩১

ঢাকা: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ দলটির ২২ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, মাহবুবুর রহমান খান ও মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

জামিনপ্রাপ্তরা হলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ সভাপতি আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহেমেদসহ ২২ জন।

গত ১ সেপ্টেম্বর রাতে সংঘর্ষের ঘটনায় নিহত হয় যুবদল কর্মী শাওন।

পরে সংঘর্ষের ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

আগাম জামিন নারায়ণগঞ্জ বিএনপি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর