ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিছুই হারায়নি: পুতিন
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৭
ঢাকা: ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে রাশিয়া কিছুই হারায়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৭ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্টকে শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ সেশনে উদ্বোধনী বক্তৃতায় পুতিন এ কথা বলেন।
পুতিন বলেন, আমরা কিছুই হারাইনি এবং কিছু হারাবো না। আমাদের প্রধান লাভ হলো আমাদের সার্বভৌমত্ব সুদৃঢ় করা। আমরা সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিছুই শুরু করিনি, বরং এটি শেষ করার চেষ্টা করছি।
এদিকে, গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। বিশেষ করে, ইউক্রেনে সৈন্য স্বল্পতায় ভুগছে মস্কো। ইউক্রেনে সৈন্য বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে ক্রেমলিন। ইতিমধ্যে রাশিয়া সেনাবাহিনীতে সৈনিক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। গত আগস্টে রাশিয়ার সেনাবাহিনীতে ১ লাখ ৩৭ হাজার সৈনিক নিয়োগের আদেশ দেন পুতিন।
সোমবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউক্রেনে সামরিক অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ২৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।
সারাবাংলা/আইই