Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ২০০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩

ঢাকা: চাঙা পুঁজিবাজারে বাড়ছে লেনদেনও। প্রায় প্রতিদিনই বাড়ছে আর্থিক ও শেয়ার লেনদেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এদিন ডিএসইতে দুই হাজার ২০১ কোটি টাকা ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে চার দিনই লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বুধবার ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ৪০ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৩৮০টি শেয়ার ও ইউনিটেরে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির দাম।

এদিন ডিএসই প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪২ পয়েন্ট উঠে আসে। অন্যদিকে, ডিএসইএ-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫৩ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৮টি কোম্পানির ৯১ লাখ ৫৬ হাজার ৬৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২০৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৯৬ পয়েন্ট উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/এমও

২০০০ কোটি টাকা ঊর্ধ্বমুখী পুঁজিবাজার লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর