Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে চট্টগ্রামে ১৭ ওয়ার্ডের সম্মেলন, তারিখ চূড়ান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: ১৭টি সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) থেকে এ সম্মেলন শুরু হচ্ছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওয়ার্ড সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জানান, ৮ সেপ্টেম্বর নগরীর চকবাজার ওয়ার্ড, ১৪ সেপ্টেম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড, ১৫ সেপ্টেম্বর দক্ষিণ পাহাড়তলী, ২৫ সেপ্টেম্বর গোসাইলডাঙ্গা, ২৭ সেপ্টেম্বর রামপুর, ৩০ সেপ্টেম্বর আলকরণ ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংগঠনিক ৪৪ ওয়ার্ডের মধ্যে বাকিগুলোতে পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সারাবাংলা/আরডি/পিটিএম

১৭ ওয়ার্ড আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর সম্মেলন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর