বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়বে বৃষ্টিপাত
৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪১
ঢাকা: টানা দুই দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি নেমেই চলছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হবে। ফলে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এদিকে আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে এটি সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গত সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, আর ঢাকায় ১৮ মিলিমিটার। মঙ্গলবারও (৬ সেপ্টেম্বর) সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আগামী দুই দিন অন্তত বৃষ্টিপাতের প্রবণতা বাড়তি থাকবে। এরইমধ্যে উত্তর বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি এলাকা জুড়ে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
সারাবাংলা/জেআর/এমও