Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইউরোপে গ্যাস দেবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫১

ছবি: আলজাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রগুলোর দ্বারা আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামাল শুরু করার কারণে রাশিয়ার জ্বালানিসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দেশগুলো। খবর আলজাজিরা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) বলেন, ‘রাশিয়ার নর্ড স্ট্রিম-১ (এনএস১) পাইপলাইন বন্ধ করার সিদ্ধান্তের পিছনে নিষেধাজ্ঞাগুলোই একমাত্র কারণ।’ তবে প্রথমে রক্ষণাবেক্ষণের জন্য ইউরোপে গ্যাস সরবরাহকারী পাইপলাইনটি বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল দেশটি।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক’কে তিনি বলেন, জার্মানি এবং যুক্তরাজ্যসহ পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের দেশ এবং বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে এই চাপ (গ্যাস) সংকট দেখা দিয়েছে। এই চাপ সমস্যার জন্য অন্য কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞাগুলোর কারণেই ইউনিটগুলোর গ্যাস পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে। যা তাদের যথাযথ আইনি গ্যারান্টি ছাড়া স্থানান্তর করতে বাধা দেয়। পশ্চিমা রাষ্ট্রগুলোর দ্বারা আরোপিত এই নিষেধাজ্ঞাগুলোই পরিস্থিতিকে এমন অবস্থায় নিয়ে এসেছে, যা আমরা এখন দেখছি।’

এর আগে, গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি তাদের এনএস১ ইউনিটের তেলের টারাবাইন ফুটো হওয়ায় তা রক্ষণাবেক্ষণের কাজ অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ইউরোপ জুড়ে তীব্র গ্যাস সংকট তৈরি হয়। আর ঠিক এমন পরিস্থিতিতে দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করলেন।

উল্লেখ্য, ২০১১ সালে চালু হয় এনএস১। যা রাশিয়া এবং পশ্চিম ইউরোপের মধ্যে গ্যাস বহনকারী একক বৃহত্তম গ্যাস পাইপলাইন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ইউরোপ রাশিয়া সংকট

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর