Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানকপুত্র সায়ামের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ১০:৪৭

সায়াম-উর রহমান সায়েম

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে প্রয়াত সায়াম-উর রহমান সায়েমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।

মঙ্গলবার (৬ আগস্ট) মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করছে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন। একইসঙ্গে মৃত ছেলের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নানক ও তার সহধর্মিনী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস।

বিজ্ঞাপন

এদিকে সায়ামের আত্মার মাগফিরাত কামনায় মোহাম্মদপুরের রিং রোড়ের পাশে সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেওয়ার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন নানক ও তার স্ত্রী।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সায়াম। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, বোন ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

সারাবাংলা/এনআর/এনএস

জাহাঙ্গীর কবির নানক সায়াম-উর রহমান সায়াম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর