Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ভারত: প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৪

ঢাকা: ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতে সফররত প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। বাংলাদেশ হাইকমিশন এই আয়োজন করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী ও বন্ধু দেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। রাজনৈতিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে। কারণ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমস্যা থাকতে পারে কিন্তু আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যারই সমাধান করা যায়।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতকাল সোমবার সকালে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান। খবর বাসস।

সারাবাংলা/এমও

প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর