Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে সংঘর্ষ: বিএনপির ১৯ নেতাকর্মীর আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ২১:০১

ঢাকা: মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুর রশিদ খানসহ দলের ১৯ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।

গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মানিকগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল লিটন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

আগাম জামিন বিএনপি নেতা হাইকোর্ট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর