Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাত সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:১০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ডাকাত সন্দেহে তাকে পিটুনি দেওয়া হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম জেলার পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেকুর রহমান সারাবাংলাকে জানান, হিলচিয়া গ্রামের একটি বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হিলচিয়া গ্রামের বাসিন্দা বাদল চৌধুরীর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতদল। যাবার সময় বাড়ির লোকজন চিৎকার করে এবং টেলিফোনে প্রতিবেশীদের ডাকাতির বিষয়টি জানিয়ে দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসে।

পিটুনিতে নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আলাদা দুইটি মামলা হয়েছে। গৃহকর্তা বাদল চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ছয়-সাত জনকে আসামি করে একটি ডাকাতির মামলা করেছেন।

অপরদিকে স্থানীয় চৌকিদার অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে আলাদা একটি হত্যা মামলা করেছে।

সারাবাংলা/আরডি/একে

ডাকাত যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর