Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। তৃতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন লিজ। সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে মার্গারেট থ্যাচার প্রথম নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তারপর থেরেসা মে দ্বিতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। তারপর তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লিজ ট্রাস।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আগামীকাল রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেন। এরপর শুরু হয় নানান জল্পনা কল্পনা যে কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

এরপর নিয়মতান্ত্রিকভবে শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এই প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন। এই ভোটের প্রক্রিয়া শেষে জয়ী হয়েছেন লিজ ট্রাস।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১, ৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার ভ্যাকসিন দিয়েছেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই দেশটির নাগরিকদের উদ্দেশ্যে আশার বানী শুনিয়েছেন লিজ। নাগরিকদের কর কমানোর মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

সারাবাংলা/এসএস

টপ নিউজ যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর