রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
৫ সেপ্টেম্বর ২০২২ ০৮:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৫
রংপুর: জেলার তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে আটজন যাত্রীর নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও ৫০ জনের মতো আহত হন। বাকি তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ওসি মাহবুব মোর্শেদ আরও বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনায় আহত আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত বাকিদের মধ্যে আরও দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/এনএস