Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের ক্রাশার মেশিন ভেঙে তিন শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:১৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রো প্রোডাক্টস লিমিটেডের কারখানায় ক্রাশার মেশিন ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে চার শ্রমিক আহত হয়েছেন। আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়ার দাবি স্থানীয়দের।

আটকে পড়াদের উদ্ধারে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের একটি দল।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার ডুবাইলে  অবস্থিত একতা এগ্রো প্রোডাক্টাস প্রাইভেট লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার ভবদার গ্রামের মো. আরিফ (২০), একই উপজেলার গারুহারা গ্রামের কবির মোল্লার ছেলে নুর ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাইমুল ইসলাম (২৪)। এরা রাইচ মিলের শমিক।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, ‘কারখানাটিতে অবস্থিত অটো রাইসমিলের ক্রাশার মেশিন ভেঙে ওপর থেকে নিচে পড়ে যায়। এসময় বেশ কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়লে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত হন আরও পাঁচজন। আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

পুলিশের আশঙ্কা ভেতরে আরও মরদেহ থাকতে পারে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

সারাবাংলা/একে

ক্রাশার মেশিন টপ নিউজ টাঙ্গাইল নিহত ৩

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর