Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে বাণিজ্য ঘাটতি ১৯ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১১:১০

ঢাকা : চলতি অর্থবছরের জুলাই মাসে বড় ধরনের বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে দেশ। ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে যে পরিমাণ রফতানি আয় হয়েছে তার চেয়ে অনেক বেশি আমদানি ব্যয় বেশি হয়েছে। রফতানির তুলনায় আমদানি বেশি হওয়ায় চলতি অর্থবছরের শুরুতেই বড় অংকের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে। গত জুলাই মাসে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা।

রোববার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে ৫৮৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। বিপরীতে একই সময়ে রফতানি হয়েছে ৩৮৮ কোটি ডলারের পণ্য। ফলে জুলাই মাসে রফতানির চেয়ে আমদানি বেশি হয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ডলার। এটাই হল বাণিজ্য ঘাটতি। বাংলাদেশী মুদ্রায় ( এক ডলার ৯৫ টাকা ধরে) এই ঘাটতির পরিমাণ ১৮ হাজার ৮১৯ কোটি ৫০ লাখ টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬২ কোটি ৮০ লাখ ডলার বেশি।২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রফতানি বেড়েছে ১৪ শতাংশ। অন্যদিকে আমদানি বেড়েছে ২৩ দশমিক ২৩ শতাংশ।

জানা গেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়ায় সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখি হওয়ায় আমদানি ব্যয় বেড়েছে। সে তুলনায় রফতানি আয় না বাড়ায় বাণিজ্য ঘাটতিতে পড়ছে বাংলাদেশ।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের দেশে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৩২৫ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় তিন লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি। যা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি। একই সময় বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের ঘাটতিও সাড়ে ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তার আগে ২০২০-২১ অর্থবছরের এ বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৩৭৭ কোটি ডলার। গত জুলাই মাসে সেবা খাতে বাংলাদেশ আয় করেছে ৭৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় হয়েছে ১০১ কোটি ডলার। সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৮ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৭৫ লাখ ডলার।

বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই মাসে ২০৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছর পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশ। অর্থনীতির সূচকগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল এই সূচক। এছাড়াও দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের জুলাইয়ে ৩০ কোটি ডলারের এফডিআই পেয়েছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৩৯ কোটি ডলারে উঠেছে।

সারাবাংলা/জিএস/একে

জুলাই বাণিজ্য ঘাটতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর