ছাত্রদল নেতাকে পঙ্গু করার অভিযোগে ৬ পুলিশের বিরুদ্ধে মামলা
৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩২ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে ‘গুলি করে’ পঙ্গু করার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে ২১টি মামলা আছে।
রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে সাইফুলের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযুক্ত ছয় পুলিশ কর্মকর্তা হলেন- নগরীর বায়েজিদ বোস্তামি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে রংপুর রেঞ্জে সংযুক্ত) মো. কামরুজ্জামান, একই থানার উপ পরিদর্শক (এসআই) অসীম দাশ ও নুরনবী, সাবেক এসআই সাইফুল ইসলাম ও কে এম নাজিবুল ইসলাম এবং সহকারী উপ পরিদর্শক (এএসআই) রবিউল হোসেন।
এ ছাড়া মামলায় পুলিশের সোর্স উল্লেখ করে মো. শাহজাহান ওরফে আকাশ নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।
আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয়, এমন পুলিশ কর্মকর্তাকে দিয়ে অভিযোগ তদন্তের জন্য সিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী কাজী মফিজুর রহমান জানিয়েছেন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০২১ সালের ১৬ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর অক্সিজেন মোড় থেকে সাইফুলকে সাদা পোশাকে একদল পুলিশ প্রাইভেট কারে তুলে নেয়। গভীর রাতে বায়েজিদ-সীতাকুণ্ড সংযোগ সড়কে নিয়ে সাইফুলকে গাড়ি থেকে নামিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশ সদস্যরা। না দিলে গুলি করে দেওয়ার হুমকি দেন। কিন্তু সাইফুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশ সদস্যরা তার বাম ও ডান পায়ের হাঁটুর ওপর দুটি গুলি করে। এতে সাইফুলের বাম পা কেটে ফেলতে হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সাইফুল পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। ২১ মামলার আসামি। তাকে আটক করে নিয়ে যাবার সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। সেই গুলিতে তিনি আহত হন। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
সারাবাংলা/আরডি/একে